Web bengali.cri.cn   
American dreams in china
  2014-07-10 11:03:09  cri

চীনের ৮০'র দশকের অধিকাংশ ছাত্রছাত্রীর মতো তাঁদের তিন জনের মনেও একটি আমেরিকান ড্রিম তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার জন্য তাঁরা একসাথে চীনে নিযুক্ত মার্কিন দূতাবাসে যান। মোং সিও চুন এবং ওয়াং ইয়াং সাফল্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা পান, তবে ছেং তোং ছিংকে নাকচ করা হয়। তবে ওয়াং ইয়াং যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া সত্ত্বেও, একজন মেয়ের জন্য চীনে রয়ে যান।

ছেং তোং ছিং যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করতে পারেন না। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি ইয়েন চিং বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে চাকরি করা শুরু করেন।

অন্য দিকে মোং সিও চুন সাফল্যের সঙ্গে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করেন এবং বিশাল একটি কোম্পানি প্রতিষ্ঠা করার আশা পোষণ করেন। তবে যুক্তরাষ্ট্রে আসার পর তিনি আবিষ্কার করেন যে, তিনি একটি চাকরিও পেতে পারেন না। অবশেষে তিনি রেস্তোরাঁয় একজন 'বাস বয়' হিসেবে কাজ শুরু করেন। একটি রেস্তোরাঁয় 'বাস বয়ের' মর্যাদা পরিবেশকের তুলনায় আরো অনেক নিম্ন পর্যায়ের। নিয়ম অনুসারে একজন 'বাস বয়ের' অতিথিদের দেওয়া বকশিশ গ্রহণ করা নিষেধ।

৮০'র দশকে চীনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন খুব বেশি ছিলো না। ছেং তোং ছিংকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাঁর মা সারা গ্রামের প্রত্যেক পরিবারের কাছ থেকে ঋণগ্রহণ করেন। তাই আরো বেশি টাকা উপার্জন করার জন্য ছেং তোং ছিং বিশ্ববিদ্যালয়ের বাইরে ইংরেজি প্রশিক্ষণ ক্লাস প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয় তাঁর এই আচরণ আবিষ্কার করার পর তাঁকে বরখাস্ত করে। তখন ছেং তোং ছিং নিজেকে দুর্ভাগা বলে মনে করা শুরু করেন।

কোনো উপায় না পেয়ে ছেং তোং ছিং তাঁর সকল শক্তি দিয়ে ইংরেজি প্রশিক্ষণ ক্লাসে ঝাঁপিয়ে পড়েন। আস্তে আস্তে ইংরেজি শিক্ষাদানের ক্ষেত্রে তাঁর নিজস্ব বিনয় শৈলী এবং সুন্দর শিক্ষাদানের পরিবেশ অনেক ছাত্রছাত্রীকে এখানে ভর্তি হতে আকর্ষণ করে। এটি হলো তাঁর ভাগ্য এবং তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040