Web bengali.cri.cn   
American dreams in china
  2014-07-10 11:03:09  cri

ইংরেজি প্রশিক্ষণ ক্লাসের ব্যাপকতা দিনের পর দিন বেড়ে যায়। ছেং তোং ছিংয়ের আমন্ত্রণে ওয়াং ইয়াং এই প্রশিক্ষণ ক্লাসে যোগ দেন। এই সময় বাস্তবতার সামনে মোং সিও চুন নিজেকে আবার পর্যালোচনা করতে শুরু করেন। তিনি চীনে ফিরে আসেন। ছেং তোং ছিংয়ের আমন্ত্রণে মোং সিও চুন এই ইংরেজি প্রশিক্ষণ ক্লাসে যোগ দেন। তাঁদের তিন জনের সম্মিলিত উদ্যোগে 'নতুন স্বপ্ন' নামে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিদেশে অধ্যয়ন করতে চান তাদের সেই স্বপ্ন পূরণের জন্য সহায়তা প্রদান করে।

ছেং তোং ছিংয়ের রসাত্মক শিক্ষাদান পদ্ধতি, মোং সিও চুনের যুক্তরাষ্ট্রে জীবন কাটানোর অভিজ্ঞতা এবং চলচ্চিত্রের মাধ্যমে ওয়াং ইয়াংয়ের সৃষ্ট শিক্ষাদান পদ্ধতির ফলে 'নতুন স্বপ্ন' স্কুল সুন্দরভাবে সফল হয়। সফলতার সঙ্গে সঙ্গে তাঁদের তিন জনের মৈত্রীও চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কোম্পানি বাজারে ঠিকমতো চলবে কিনা এই ইস্যুতে ছেং তোং ছিং এবং মোং সিও চুনের মতভেদ দেখা দেয়। মোং সিও চুন মনে করেন, একটি কোম্পানির আরো ভালোভাবে উন্নয়নের জন্য তালিকাভূক্ত হতে হবে, তবে ছেং তোং ছিংয়ের ধারণায় অতিরিক্ত উন্নয়ন একটি কোম্পানির জন্য বিপজ্জনক সংকেত।

মতভেদ নিরসন না করার কারণে মোং সিও চুন 'নতুন স্বপ্ন' স্কুল ত্যাগ করেন। এই সঙ্গে সঙ্গে যুগেরও বিশাল পরিবর্তন ঘটে। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী যুগোস্লাভিয়ায় নিযুক্ত চীনের দূতাবাসের ওপর বোমা হামলা চালায়। অনেক চীনা নাগরিক 'নতুন স্বপ্ন' স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা যুক্তরাষ্ট্রকে ঘৃণা করেন, তাই ইংরেজি শিক্ষাদান স্কুলকে ঘৃণাও করেন। 'নতুন স্বপ্ন' স্কুলের উন্নয়ন বিশাল একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040