Web bengali.cri.cn   
American dreams in china
  2014-07-10 11:03:09  cri



'American dreams in china' চলচ্চিত্রটিতে গত শতাব্দীর ৮০'র দশক থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত তিন'জন ছাত্রের একই বিশ্ববিদ্যালয়ে মিলিত হওয়া, একই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া এবং অবশেষে তাদের সাফল্য অর্জন করার গল্প বর্ণনা করা হয়েছে।

ছেং তোং ছিং নামের এক চরিত্র গ্রামাঞ্চলে জন্মগ্রহণ করেন। ইংরেজিতে দুর্বলতা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি দু'বার ব্যর্থ হন। একজন কৃষক হিসেবে সারা জীবন যেন গ্রামাঞ্চলে জমি চাষ না করতে হয় সেজন্য তিনি জিদ ধরে একটি ইংরেজি অভিধান মুখস্থ করেন।

এভাবে পরিশ্রমের কারণে তিনি চশমা পড়তে বাধ্য হন। তৃতীয় বার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কৃতকার্য হন এবং চীনের অতি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, অর্থাত্ ইয়েন চিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

চলচ্চিত্রের আরেকজন চরিত্রের নাম হলো মোং সিও চুন। তাঁর দাদা ও বাবা আগে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করেছিলেন। তাই দাদা ও বাবার মতো যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করা হলো মোং সিও চুনের বৃহত্তম আশা-স্বপ্ন। তিনি এক বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর ‌আত্মবিশ্বাস অনেক শক্তিশালী এবং তিনি সবসময় মনে করেন, তিনিই সবচেয়ে শ্রেষ্ঠ ।

ওয়াং ইয়াং হলো এ চলচ্চিত্রের আরেকজন চরিত্র। তিনি রোমান্টিক ছাত্রদের প্রতিনিধিত্ব করেন। তিনি সুদর্শন এবং সাহিত্য পছন্দ করেন। বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী এ তিন জন মানুষ ইয়েন চিং বিশ্ববিদ্যালয়ে মিলিত হন এবং সহপাঠীতে পরিণত হন। তাঁদের তিন'জনের মধ্যে গভীর মৈত্রীও সৃষ্টি হয়।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040