Web bengali.cri.cn   
আমির খান
  2013-05-23 10:23:07  cri

শ্রোতাবৃন্দ আপনারা নিশ্বয়ই অবাক হবেন এটা শুনে যে, বৃটেনের বিখ্যাত ম্যাডাম টুসো মিউজিয়াম আমিরের জন্য ওয়াকসওয়ার্ক তৈরী করার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়ে ছিল। কিন্তু আমির খান এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যখন আমার অনুরাগীরা আমাকে মিস করেন, তখন তাঁরা আমার চলচ্চিত্র উপভোগ করতে পারেন।

দৈনন্দিন জীবনে তাঁর বিভিন্ন শখের মধ্যে বই পড়া অন্যতম। তিনি বই পড়া বিশেষ করে ইতিহাস সম্পর্কিত বই পড়তে বেশি পছন্দ করেন। তিনি বললেন, 'চলচ্চিত্র দেখার চেয়ে আমি বই পড়তে বেশি পছন্দ করি।' আমির খান 'এ ট্যালেন্টেড পারসন' নেটওয়ার্ক ব্যবহারে সুদক্ষ একজন মানুষ। তিনই হচ্ছেন সারা ভারতে ইন্টারনেটের মাধ্যমে চলচ্চিত্র জনপ্রিয় করে তোলার প্রথম ব্যক্তি। বর্তমানে facebook-এ আমিরের ভক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের আলোছায়া অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই প্রায় শেষ হলো। আগামী বৃহস্পতিবারের আলোছায়াতে আমি আমিরের আরো বেশি তথ্য আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এখন শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। চাই চিয়েন।

লিলি/লিপন


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040