Web bengali.cri.cn   
আমির খান
  2013-05-23 10:23:07  cri

২০০৯ সালে 'থ্রি ইডিয়াটস' শিরোনামে চলচ্চিত্রটি বিশ্ব চলচিত্র অঙ্গনে ব্যপক আলোড়ন তৈরী করে, যার ফলে চীনের লাখ লাখ দর্শক আমিরের অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে যায়। তখন ৪৫ বছর বয়সী আমির 'থ্রি ইডিয়াটস' চলচ্চিত্রের পূর্বে প্রায় একটানা বিশ বছরের অধিক সময় ধরে ছবির প্রধান পুরুষ চরিত্র বা নায়ক চরিত্রে প্রাণবন্ত অভিনয়ে দর্শক মাতিয়ে রেখেছেন। ফলে চীনা দর্শকরা তাঁর অভিনয়ের দক্ষতা আর কৌশল নিয়ে বিস্মত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর প্রতি বিশেষ আগ্রহও সৃষ্টি হয়েছে। 'গজনি', 'তারে জামিন পার' এবং 'ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া' সহ তাঁর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং বহুল জনপ্রিয় শিল্পকর্ম দেখার জন্য ইন্টারনেটের মাধ্যমে চীনা দর্শকদের প্রতি সুপারিশ করা হয়।

বাস্তব জীবনে আমির খান কখনোই পুরস্কার, খেতাব বা পদকের পিছে ছোটেন না বরং এদের থেকে দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তিনি বলেন, 'ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পুরস্কার প্রদানের পিছনে যে প্রচ্ছন্ন সারবস্তু রয়েছে তাকে আমি সব সময়ে সন্দেহের চোখে দেখে আসেছি'। 'মুম্বাই মিররের' কাছে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, একজন প্রযোজক হিসেবে পুরস্কার অর্জনের প্রতিন্দ্বন্দ্বিতায় আমি কখনোই আমার চলচ্চিত্র প্রদান করবো না। আমি চলচ্চিত্র তৈরী করার ক্ষেত্রে আরো বেশি সময় ব্যবহার করতে চাই। পুরস্কার নয়, দর্শকই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরাধ্য বিষয়। যদি আমার দর্শক আমাকে বলেন, তোমার এই চলচ্চিত্র খুবই চমত্কার, তহলে আমি মনে করি, এটাই আমার জন্য গৌরব, এটাই সবচেয়ে বড় পুরস্কার।

ভারতের তথ্যমাধ্যম আমির খানকে যে সকল খেতাবে ভূষিত করছে তিনি সেগুলোকেও বিনয়ের সাথে প্রত্যাখান করেছেন। বহুল পরিচিত 'মিঃ পারর্ফেক্শান' খেতাবটিকে তিনি কোনো ভাবে মেনে নিতে পারেন না। তিনি বলেন, 'এই জগতে কোনো পারফেক্ট পণ্যদ্রব্য নেই। আমি কোনো 'বলিউডের রাজা'ও নই। আমি অন্যদেরকে নেতৃত্ব দিতে পছন্দ করি না। আমি অন্যদের ভালোবাসা অর্জন করতে চাই। তাই দয়া করে আমাকে নিয়ে কোন খেতাব দেবেন না।'

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040