Web bengali.cri.cn   
আমির খান
  2013-05-23 10:23:07  cri

আমির খান হচ্ছেন বলিউডের সুপ্রসিদ্ধ ও বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ৮ বছর বয়সে অভিনয় করার মধ্যদিয়ে চলচিত্র অঙ্গনে তাঁর পদার্পন ঘটে এবং তখন থেকেই তিনি সকলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। শুধু তাই নয় অনেক চলচ্চিত্র পরিচালক তাঁর ওপর বিশেষ ভাবে আস্থা রেখেছেন।

তবে কৈশোর পেরিয়ে আমির খান অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, পরিবর্তে তিনি একজন টেনিস খেলোয়ার হওয়ার জন্য উঠেপরে লাগলেন। অল্পদিনেই তিনি বেশ একজন দক্ষ টেনিস খেলোয়ার হয়ে উঠলেন এবং মাহারাষ্ট্র রাজ্যে যুব –টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিন হন।

তবে তারুণ্যের পরিপক্কতার সাথে সাথে আমির খান টেনিস কোর্ট ত্যাগ করে পুনরায় চলচ্চিত্রের ভুবনকেই করলেন তাঁর আপন ঠিকানা। এ প্রসঙ্গে আমির বলেন, তাঁর স্বপ্ন হলো ছবির মাধ্যমে অন্যদের জীবনের ওপর প্রভাব ফেলা। তাঁর প্রায় সকল চলচ্চিত্র আমাদেরকে কেবল মুগ্ধ করেছে তাই নয়, জীবনে অনেক ক্ষেত্রই যুগিয়েছে অনুপ্রেরণা। আমির খানের কাছে চলচিত্র কেবলই একটি বিনোদনের মাধ্যম নয় বরং সমাজের গহীনে থাকা অন্ধকার মুছে দেয়ার এ যেন এক সর্বব্যপী মাধ্যম।

আমির ভারতের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা তাহির হুসাইন একজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক এবং তাঁর চাচা অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজকসহ বেশ কয়েক ভূমিকা পালন করেন। চীনা দর্শকদের সঙ্গে সুপরিচিত 'কারাভান' শিরোনামে ভারতের চলচ্চিত্রটি হলো আমির পরিবারের শিল্পকর্ম।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040