|
এর প্রায় চার বছর পর থিয়েন খুও আর ইয়াং ইয়াং একসাথে গ্যালারীতে বসে থাইপেইয়ে দেফলিম্পিকসে অংশগ্রহণকারী সিও পোংয়কে উত্সাহ দিতে তুমুল উল্লাস ধ্বনি তুললো। আর এর সাথেই গোটা চলচ্চিত্রটি শেষ হয়। পর্দায় তখন এমন একটা লেখা ভেসে ওঠে যে, ভালোবাসা এবং স্বপ্ন দুই হলো অতি বিস্ময়কর আর আশ্চর্য ব্যাপার। এর জন্য শোনা, বলা এমনকি অনুবাদের কোন দরকার নেই, আপনি তাদেরকে সহজেই উপলব্ধি করতে পারেন।
এই চলচ্চিত্রের পরিচালক চেং ফেন ফেন বলেন, তাঁর এই চলচ্চিত্রটি কিছুটা বিশেষ ধরনের। কারণ চলচ্চিত্রের সিংহভাগ কথা প্রতীকী ভাষা দিয়ে প্রকাশ করা হয়েছে। এ চলচ্চিত্রের মাধ্যমে আমি প্রতীকী-ভাষায় কথা বলার পদ্ধতিতে যোগাযোগের অন্য একটি সেতু খুঁজতে চেয়েছি।
চলচ্চিত্রে ছোট বোনের চরিত্রে অভিনয় করা অভেনেত্রী ছেন ই হান এ চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, তাঁর জন্য এবারের অভিনয় বেশ কষ্টকর কারণ তাঁকে প্রতীকী-ভাষা শিখতে হয়েছে। আর বড় বোনের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ছেন সি ইয়েনের জন্য প্রতীকী ভাষা এবং ভালোভাবে সাঁতার কাটা এই দুটোই শিখতে হয়েছিল। কারণ চলচ্চিত্রে তাকে দেফলিম্পিকসে অংশ্রগ্রহণকারী একজন ক্রিড়াবিদের চরিত্রে অভিনয় করতে হয়েছে। খুব কষ্টকর হওয়া তত্ত্বেও, অভিনেতা ও অভিনেত্রীরা মনে করেন, এই চলচ্চিত্রে অংশ নিতে পারা খুব গর্বের আর মর্যাদার বিষয়। তারা নিজ নিজ উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধীদের দুঃসহ কঠিন জীবন অভিজ্ঞতা করেন। তারা মনে করেন, একজন স্বাভাবিক মানুষ হিসেবে দৈনন্দিন জীবনে প্রতিবন্ধীদেরকে আরো বেশি আন্তরিক যত্ন দিয়ে দেখা উচিত।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |