Web bengali.cri.cn   
hear me
  2013-04-18 15:42:49  cri

আজকের অনুষ্ঠানে আমি যে চলচ্চিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই সেটি হলো 'hear me' শিরোনামে চীনের তাইওয়ানের একটি চলচ্চিত্র। এ চলচ্চিত্রে একজন বধির ক্রিড়াবিদের পারিবারিক জীবন বর্ণনা করা হয়।

থিয়েন খুও নামে এক ছেলের মা-বাবা একটি রেস্তোরা পরিচালনা করে। ছেলেটির হাতে কিছু বাড়তি সময় হলেই রেস্তোরার কাজে সে তাঁর মা বাবাকে সাহায্য করে।

এদিকে ইয়াং ইয়াং এবং সিও পোং নামে ছিল দুই বোন যাদের বাবা হচ্ছেন একজন ধর্মপ্রচারক এবং তিনি প্রায় সারা বছর আফ্রিকা অঞ্চলে ধর্মপ্রচারের কাজে ব্যস্ত থাকে। বড় বোন সিও পোং শ্রবণ প্রতিবন্ধী হলেও সে বেশ দক্ষ একজন সাঁতারু এবং শ্রবন প্রতিবন্ধী সাঁতার দলের একজন সদস্য। বড় বোন যাতে সফলভাবে দেফলিম্পিকসে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য ছোট বোন ইয়াং ইয়াং গোটা পরিবারের দায়িত্ব গ্রহণ করে। আর এ জন্য তাকে কয়েক জোড়া পার্ট-টাইম চাকরি নিয়ে প্রতিদিন ভীষণ বাজে রকম কাজের চাপ সহ্য করতে হয়।

একদিন থিয়েন খুও সাঁতার দলের সদস্যদেরকে খাবার পরিবেশন গিয়ে দেখলেন, ইয়াং ইয়াং এবং সিও পোং গভীর মনযোগ আর আনন্দের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীকী-ভাষা ব্যবহার করে প্রাণবন্ত আড্ডা উপভোগ করছে। থিয়েন খুও আগে থেকেই প্রতীকী-ভাষার ব্যবহার জানতো আর তাই সে বেশ সহজেই দুই বোনের আনন্দ আড্ডায় যুক্ত হয়ে যায়। আর এটাই ছিল ছোট বোন ইয়াং ইয়াং-এর জীবনে বিশেষ একটি ঘটনা যা তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040