|
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে আ পো এবং বাবার কথোপকথন দেখানো হয়।
হঠাত্ আ পো'র সেই শূণ্য কাগজ বা ড্রাগন পটের কথা মনে পড়ে যায় এবং সে এটা বুঝতে পারে যে, আসলে এই বিশ্বে ভাল কুংফু জানার জন্য কোনো লেখ্যপট নেই। তাই গণক কচ্ছপ মাস্টারের রেখে যাওয়া শূণ্য ড্র্যাগন পট আর নুডুলস্ রন্ধনের গোপন প্রস্তুতপ্রণালী না থাকার একই অর্থ বহন করে। আ পো অবশেষে বুঝতে পারে যে কুংফু'র সর্বচ্চো জ্ঞান অর্জনের একটাই অর্থ নিজেকে যথাযথ ভাবে প্রস্তুত করা আর আত্মবিশ্বাসী হয়ে ওঠা। অতপর সে তাই লুনের সঙ্গে লড়াইয়ে সিদ্ধান্ত নেয়।
শুরু হয় তাই লুনের সঙ্গে তুমুল যুদ্ধ। এ যুদ্ধে কুংফু বিষয়ে নিজের উপলব্ধি, বিশ্বাস আর ক্ষমতা এবং রাকুন শিফুর শেখানো কুংফু জ্ঞান এই দুই মিলে এক মহাশক্তি অর্জন করে। অবশেষে তাই লুনকে পরাজিত করে তাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় উপত্যকা রক্ষা করে সকল অধিবাসীদের মধ্যে স্বস্তি আর শান্তি ফিরিয়ে এনে দেয় নাদুস নুদুস সেই পান্ডা, কুংফু পান্ডা।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে আ পো এবং তাই লুনের লড়াই করার দৃশ্য দেখানো হয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |