|
এ অবস্থায় কচ্ছপ মাস্টার রাকুন শিফুকে বলে, দেবতার ইচ্ছাতেই আ পো'কে বেছে নেয়া হয়েছে। ফলে অনিচ্ছা সত্ত্বেও রাকুন শিফু আ পো'কে শিষ্য হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু চরম সত্য আর বাস্তবতা হচ্ছে আ পো'র আদৌ কোন কুংফু জ্ঞান নেই। অধিকন্তু এতো অল্প সময়ের মধ্যে আ পো'কে দ্য ড্র্যাগন যোদ্ধা হিসেবে দক্ষ করে তোলা প্রায় অসম্ভব এবং রাকুন শিফুর জন্য এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্জ।
এর প্রায় বেশ কিছুদিন পর আ পো'র কুংফু বিষয়ের অগ্রগতি যাচাইয়ের জন্য কচ্ছপ মাস্টারের সম্মুখে পূণরায় শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়। গণক কচ্ছপ মাস্টার তখনও দৃঢ়ভাবে তার মত প্রকাশ করে বলেন যে, আ পো অবশ্যই তাই লুনকে পরাজিত করে উপত্যকার নিরাপত্তা সুরক্ষা করতে পারবে। এটাই ছিল কচ্ছপ মাস্টারের শেষ কথা, এরপর তিনি ইহলোক ত্যাগ করেন।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে এই দৃশ্য দেখানো হয়।
একটি আকস্মিক ঘটনায় রাকুন শিফু আ পো'র মধ্যে একধরনের সুপ্ত শক্তি আবিষ্কার করে। আর তখন থেকেই তিনি আ পো'র এই শক্তির সবটুকু কাজে লাগিয়ে কুংফু প্রশিক্ষণের উদ্যমতা আর তীব্রতা বাড়িয়ে দেয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |