Web bengali.cri.cn   
কুংফুপান্ডা
  2013-02-21 15:50:11  cri

অন্যদের মত আ পো'ও সেদিন উপত্যকার জেইড প্রাসাদের উলিন সভা দেখতে চায়, কিন্তু ওই দিন তার দোকানে নুডলস বিক্রির ভীড় বাট্টা বেশি থাকায় প্যালেসে পৌঁছাতে দেরি হয়ে যায়। পৌঁছানোর পর সে দেখে, প্যালেসের দরজা বন্ধ হয়ে গেছে এবং ভেতরে উলিন সভা শুরু হয়ে গেছে।

আ পো প্রাসাদে প্রবেশের জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে আ পো'র নিজের তৈরী 'রকেট' চালিয়ে প্যালসের মহাচত্বরে উড়ে যাওয়ার দৃশ্য দেখে সবাই বিস্মিত হয়। উড়ে গিয়ে আ পো ঠিক কচ্ছপ মাস্টারের সামনেই পৌঁছে যায়। এই অভূতপূর্ব দৃশ্য দেখে কচ্ছপ মাস্টার ঘোষণা করল যে, আ পো-ই হচ্ছে এই উপত্যকার দ্য ড্র্যাগন যোদ্ধা।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে আ পো'র দ্য ড্র্যাগন যোদ্ধা হিসেবে নির্বাচনের দৃশ্য দেখানো হয়।

কিন্তু রাকুন-শিফু কচ্ছপ মাস্টারের এই সিদ্ধান মেনে নিতে রাজি হয় না। সে মনে করে, আ পো'র কোনই কুংফু জ্ঞান নেই। এমনকি তার পাঁচ শিষ্যের মধ্যে সবচেয়ে দূর্বলতম শিষ্যের সাথেও সে লড়াই করে জয়ী হতে পারবেনা।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040