|
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে আ পোর প্রশিক্ষণ নেওয়ার দৃশ্য দেখানো হয়।
রাকুন শিফুর সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে আ পো কুংফু'র সকল কৌশল শিখে ফেলে এবং সে কচ্ছপ মাস্টারের রেখে যাওয়া দ্য ড্র্যাগন স্ক্রল বা কাগজে লেখা ড্রাগনের ভাষ্য পড়ারও যোগ্যতা অর্জন করে।
পটটি খোলার পর আ পো বিস্ময়ের সঙ্গে দেখে যে, তাতে আদৌ কোন কিছুই লেখা নেই। একটি খালি কাগজ মাত্র ।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে এই দৃশ্য দেখানো হয়।
এই অবস্থা দেখে, রাকুন শিফু নিজ উদ্যোগেই তাই লুনের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। কেননা, তিনি মনে করেন, আ পো দ্য ড্র্যাগন পটে লেখা কুংফু যদি আয়ত্ত না পারে তাহলে সে কখনোই তাই লুনকে পরাজিত করতে পারবে না। তিনি আ পো এবং অন্য পাঁচ জন শিষ্যদের বললেন, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অধিবাসীদেরকে নিয়ে উপত্যকা ছেড়ে পালিয়ে যাও।
পালিয়ে যাওয়ার পথে আ পো'র বাবা তাকে একটি গোপন তথ্য জানিয়ে দেয় যে, তাদরে কোনো বিশেষ ও গোপনীয় রন্ধন প্রণালী নেই। কেননা সকলের ধারনা, আ পো'র পিতৃপুরুষদের রেখে যাওয়া নুডলস রন্ধনের বিশেষ ও গোপন একটি প্রস্তুতপ্রণালী রয়েছে, যার কারনেই তাদের দোকানের নুডুলস্ এত সুস্বাদু আর মজাদার হয়। আসলে ভালো নুডলস তৈরী করার উপর নির্ভর করে নুডলসের স্বাদ কত সুস্বাদু হবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |