|
অধিকাংশ নগরবাসীদের তুলনায় দেখতে খাটো এই মানুষটি বেশ একটু বোকা ধরনের। কিন্তু তাঁর মানবতাবোধ সবাইকে আলোড়িত করে, ভাবায়। দেখতে ছোটখাটো হলেও তাঁর দয়ার শরীর অন্যদের আকর্ষণ করে। তাঁর সততা অন্যদের কাছে সৌন্দর্য-শক্তির উত্স। সর্বোপরি তাঁর আদিম, অকৃত্রিম, সরল হৃদয়ানুভূতি সবাইকে মুগ্ধ করে।
আচ্ছা, প্রিয় শ্রোতা, "a world without thieves" চলচ্চিত্রটি আলোচনার পর এখন আমি এ চলচ্চিত্রের পরিচালক সম্পর্কে কিছু বলতে চাই।
এই চলচ্চিত্র পরিচালকের নাম ফোং সিও কান। তিনি ১৯৫৮ সালে পেইচিংয়ে জন্মগ্রহণ করেন। নববর্ষকে কেন্দ্র করে বিশেষ ধারার ফিল্ম যা কমেডি-ফিল্ম হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করে। এমনকি নববর্ষের কমডি-ফিল্ম চীনের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ফিল্ম বিশেষজ্ঞদের কাছে বিশেষ রীতির চলচিত্র হিসেবেও পরিচিতি লাভ করে। এই সাফল্য চলচিত্র সংশ্লিষ্ট সকল নির্মাণ প্রতিষ্ঠান এবং পরিচালকদের উত্সাহ ও প্রেরণা যুগিয়ে চলেছে।
আপনারা শুনে অবাক হবেন যে, নববর্ষ নিয়ে নির্মিত তাঁর প্রথম চলচিত্রের জন্য মাত্র ৬০ লাখ ইউয়ান খরচ করা হয়েছিল কিন্তু বিনিময়ে টিকিট বিক্রি থেকে ৩ কোটি ৬০ লাখের বেশি ইউয়ান আয় করা হয় আর সুপার হিট ছবির তালিকার শীর্ষে উঠে যায়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |