Web bengali.cri.cn   
a world without thieves
  2013-01-17 08:50:02  cri

কাহিনীটি মূলত এখান থেকেই বেশ জমে উঠে আর দারুণ উত্তেজনাকর এক পরিস্থিতির দিকে ক্রমাগত এগিয়ে যেতে থাকে। কেননা ধনাঢ্য ব্যাক্তি শা কেন কোনো ভাবেই বিশ্বাস করতে চাইলো না যে এই বিশ্বে চোর আছে বা থাকতে পারে। তাঁর ধারণা এই বিশ্বে সবাই তাঁর মতো দয়ালু এবং সরল। এদিকে প্রেমিক-যুগলের মহিলা চোর ওয়াং লি গর্ভধারণ করে এবং অনাগত সন্তানের সৌভাগ্য আর মঙ্গল কামনায় আর চুরি করতে চাইল না। অন্যদিকে শা কেনে'র সরলতায় ওয়াং লি অভিভূত হয় আবার শা কেনও তাঁকে বড় বোনের মতো ভালবাসে। আর এসব আবেগতাড়িত কারণে শা কেন ও তাঁর ৬০ হাজার ইউয়ান সুরক্ষার সিদ্ধান্ত নেয়ওয়াং লি । কিন্তু এই সিদ্ধান্ত প্রেমিক চোর ওয়াং বো কোনো মতেই মেনে নেয় না বরং শা কেনে'র ৬০ হাজার ইউয়ান চুরি করতে মরিয়া হয়ে ওঠে। অবধারিত ভাবেই প্রেমিক-যুগলের মধ্যে দেখা দেয় আস্থা আর বিশ্বাসের সংকট। উভয়ের মধ্যে তীব্র দ্বন্দ্বের এক পর্যায়ে চরম সত্য উন্মোচিত হয় যে, ওয়াং লি গর্ভবর্তী। বিস্মিত হয় ওয়াং বো । সে টাকা চুরির সিদ্ধান্ত থেকে সরে আসে এবং ধীরে ধীরে শা কেনের প্রতি তাঁর আগের ধারণাও পাল্টে যেতে থাকে। আগে ওয়াং বো মনে করতো শা কেন বোকা কারণ এ বিশ্বে চোর থাকার ব্যাপারটি সে বিশ্বাস করে না। অতঃপর ওয়াং বো বুঝলো শা কেন বোকা নয় বরং অনেক দয়ালু। কিন্তু এতকিছুর পরও টাকার প্রতি লোভ তাঁর এতটুকু কমেনি। তাই চুরির পরিবর্তে মিথ্যার আশ্রয় নেয় এবং শা কেনকে জানায় যে, তাঁর বউ ওয়াং লি ক্যান্সারে আক্রান্ত আর চিকিত্সার জন্য তাঁর কোনো টাকা অবশিষ্ট নেই। স্বভাবতই শা কেন বিচলিত হয়ে ওঠে এবং কিছুমাত্র দ্বিধা না করে বোনের চিকিত্সার জন্য পাঁচ হাজার ইউয়ান প্রদান করে ওয়াং বো'কে বলে- শিঘ্রই আমার বোনকে নিয়ে ভালো হাসপাতালে চিকিত্সা করো। এই মহানুভবতায় ওয়াং বো চরম ঝাঁকুনি খায় আর সে হতবিহবল হয়ে কাঁপছিলো। এর পর থেকেই ওয়াং বো সব ধরনের খারাপ চিন্তা ও কাজ থেকে সরে আসে। এবার সে শা কেন ও তাঁর ৬০ হাজার ইউয়ান রক্ষা করা এবং বিশ্বে চোর না থাকা বিষয়ে শা কেন এর স্বপ্ন পূরণে মরিয়া হয়ে ওঠে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040