|
কাহিনীর দ্বন্দ্ব তীব্রতর হয়ে ওঠে এখানে কেননা রেলগাড়িতে থাকা অন্য চোরের দল ঐ টাকা চুরি করতে গেলে ওয়াং বো' তাদের প্রতিরোধ করে। শুরু হয় সংঘাত এবং এক পর্যায় চোরদের হাতে নিহত হয় ওয়াং বো ।
চলচ্চিত্রটিতে শা কেন সরলতা ও দয়ার প্রতীক। যদিও তাঁর চিন্তা ও কর্ম সাধারণ মানুষের মত নয় এবং অধিকাংশ ক্ষেত্রে অস্বাভাবিক ও অসম্ভব বলে মনে হতে পারে। তথাপিও বর্তমান সময়ে চরম নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে চলচিত্রের এই চরিত্রটি সত্যি গুরুত্ব বহন করে। কেননা চরিত্রটি তাঁর চারপাশের মানুষদেরকে স্বপ্ন পুরণে নৈতিক শক্তির ওপর অবিচল থাকার স্পষ্ট পথ নির্দেশনা দেয়।
চরিত্রটি মনে করে- প্রতিটি মানুষেরই নৈতিক মূল্যবোধ রয়েছে যা সে জন্ম থেকেই লাভ করে। তাঁর চোখে এই জগত অনেক সুন্দর। আর এই সুন্দর পৃথিবীতে মানুষ কখনোই নেকড়ের অধিক ভয়ংকর হতে পারে না।
সমাজের নিচুতলায় জন্মগ্রহণ করা এই চরিত্রটি অবশেষে নিজের শ্রম দ্বারা অর্জিত টাকা দিয়ে জীবনের অভীষ্ট লক্ষ্য পূরণ করতে সক্ষম হয় অর্থাত্ পশ্চিম চীনের পার্বত্য এলাকায় প্রতিবেশিদের জন্য একটি মন্দির এবং নিজের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে। অতঃপর মনের পছন্দে একটি বিয়ে করে স্বপ্ন ও পরিকল্পনার সবটাই বাস্তব করে তোলে। সহজ সুন্দর এবং পরিপূরক এক জীবন যাপন করতে থাকে এই মানুষটি।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |