Web bengali.cri.cn   
a world without thieves
  2013-01-17 08:50:02  cri

আজকের অনুষ্ঠানে আমি চীনের একটি জনপ্রিয় চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। চলচ্চিত্রের নাম "a world without thieves"।

এটি হচ্ছে চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফোং সিও কাংয়ে'র ২০০৪ সালের নববর্ষ উপলক্ষে নির্মিত বিশেষ একটি চলচ্চিত্র।

কাহিনীতে দু'টি প্রধান চরিত্র ওয়াং বো এবং ওয়াং লি নামের এক প্রেমিক-যুগল রয়েছে, তাদেরকে আবার চোর-যুগলও বলতে পারেন কেননা দু'জনে মিলে চুরি করাটাকে একটি বিশেষ কর্ম বলেই মনেকরে এই প্রেমিক-যুগল।

কাহিনীর শুরুতে এই প্রেমিক যুগল চুরি করা একটি বি এম ডাবলিউ গাড়ি চালিয়ে চীনের পশ্চিমাঞ্চলে চলে যায় এবং ঘটনাক্রমে সেখানে একটি রেলগাড়িতে শা কেন নামে বোকা-সোকা ধরনের এক কৃষকের সাথে সাক্ষাত্ হয়। বোকা শা কেন বহুকষ্টে অর্জিত ৬০ হাজার ইউয়ান নিয়ে ফিরে যাচ্ছিল তাঁর জন্মস্থানে এই উদ্দেশ্যে যে, সেখানে এলাকাবাসীর জন্য একটি মন্দির এবং নিজের জন্য একটি বাড়ি নির্মাণ করবে, অতঃপর বিয়ে করে নববধুকে সাথে নিয়ে জীবনের বাকি সময়টা ঐ বাড়িতেই কাটিয়ে দেবে।

কিন্তু দূর্ভাগ্যক্রমে চোর প্রেমিক-যুগল ছাড়াও এক দল চোর ঐ রেলগাড়িতে চড়ে বসে এবং এই দু'ই চোরের দলই শা কেন-এর অর্থের সন্ধান জেনে যায়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040