Web bengali.cri.cn   
you are the apple of my eye
  2012-12-13 15:08:27  cri

অনেক বছরের পর, ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর তাইওয়ানের ইতিহাসে সবচে ভয়াবহ ভূমিকম্প ঘটে। খো চিং থেং সেসময় বিশ্ববিদ্যালয়ের এলাকার বাইরে এসে এমন একটি স্থান খুঁজছিল যেখানে সেলফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। অবশেষে সে যেটা পেল, তা হচ্ছে মোবাইলফোনে শেন চিয়া ইর কন্ঠ।

তখন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর খো চিং থেং পরীক্ষা দিয়ে একটি গবেষণালয়ে চাকরি করছে। চাকরির পাশাপাশি একজন ঔপন্যাসিক হবার স্বপ্নে বিভোর হয়ে সে নিয়মিত লিখছেও। মাধ্যমিক স্কুলে তার বন্ধুরাও তখন যার যার পেশায় সাফল্য অর্জন করেছে।

ঠিক এমনই এক সময়ে খো চিং থেং পেল শেন চিয়া ইর ফোন। ফোনে শেন চিয়া ই জানালো, সে শিগগিরই বিয়ে করতে যাচ্ছে। তার বিয়ের অনুষ্ঠানে স্কুলের সহপাঠীদের আবার মিলিত হবার সুযোগ সৃষ্টি হয়।

বিয়ের অনুষ্ঠানে সহপাঠীরা দেখে, একসময় যেই মেয়েটিকে তারা মনেপ্রাণে কামনা করতো, সেই মেয়েটি অন্য একজনের বৌ হতে চলেছে। বিষয়টি দেখে তারা নিজেরাও আনন্দিত বোধ করলো।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040