Web bengali.cri.cn   
you are the apple of my eye
  2012-12-13 15:08:27  cri

খো ছিং থেং এবং তার বন্ধুদের ব্যাপারে শেন চিয়া ই'র দৃষ্টিভঙ্গি মোটেই ইতিবাচক নয়। সে মনে করে, খো চিং থেং ও তার বন্ধুরা মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন না এবং তাদের কোন ভবিষ্যতও নেই।

একদিন ইংরেজি ক্লাসের জন্য নির্ধারিত বই আনতে ভুলে গেল শেন চিয়া ই। খো চিং থেং নিজের বই শেন চিয়া ইকে ধার দিলো এবং শেন চিয়া ই'র পরিবর্তে নিজেই শিক্ষকের শাস্তি মেনে নিল। ঘটনার পর শেন চিয়া ই নিজেকে অপরাধী ভাবতে লাগলো এবং সে খো চিং থেংকে লেখাপড়ায় জোর করে সাহায্য করতে লাগলো।

শেন চিয়া ই'র তত্ত্বাবধান ও সাহায্যে খো চিং থেংয়ের ফলাফল দিন দিন ভালো হতে লাগলো। ধীরে ধীরের সে শেন চিয়া ইকে পছন্দ করতে শুরু করে। কিন্তু মনের কথা বলতে ভয় পায়। কারণ সে জানে, যারা প্রেমের প্রস্তাব দেয়, শেন চিয়া ই তাদেরকে আরো বেশি অপছন্দ করে। কারণ, সে শুধু পড়াশোনায় মন দিতে চায়; সে চায় না অন্যরা তার জীবনে হস্তক্ষেপ করুক।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040