|
||||||||||||||||||||||||||||

আজকের অনুষ্ঠানে আমি চীনের তাইওয়ানের একটি প্রেমের চলচ্চিত্রের সাথে শ্রোতাবন্ধুদের পরিচয় করিয়ে দেবো। চলচ্চিত্রটির নাম হলো 'you are the apple of my eye'।
চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে ১৯৯৩ সালের চাং হুয়া শহরের চিং ছেং স্কুলকে কেন্দ্র করে। এর প্রধান পুরুষ চরিত্র খো চিং থেং হচ্ছেন একজন সাধারণ দুষ্ট ছেলে। সে লেখাপড়ায় ভালো নয়, আচরণও সন্তোষজনক নয়। তাকে নিয়ে শিক্ষকদের দুশ্চিন্তার শেষ নেই। তার একদল সমমনা বন্ধু আছে। সমস্যা হচ্ছে: তারা সবাই ক্লাশের শ্রেষ্ঠ ছাত্রী শেন চিয়া ইকে পছন্দ করে।
একদিন দুষ্টুমির কারণে খো চিং থেং-কে শাস্তি দেন শিক্ষক। এর পরপরই শিক্ষক শেন চিয়া ই-এর আসনের সামনে গিয়ে তার প্রশংসা করেন। শেন চিয়া ই লেখাপড়ায় খুব ভালো এবং সে দেখতেও খুব সুন্দরী। এদিকে, ক্লাসে খোং চিং থেং মনোযোগ দিয়ে লেখাপড়া না-করলে শেন চিয়া ই কলম দিয়ে তাকে খোঁচা দেয়।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |