|
খো চিং থেং এবং শেন চিয়া ই একসঙ্গে বাড়ির কাজ করে, এবং পড়াশোনার ক্ষেত্রে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। এভাবে তাদের ঊচ্চ-মাধ্যমিক স্কুলের পাঠ শেষ করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরীক্ষায় শেন চিয়া ই অসুস্থতার কারণে ভালো করতে ব্যর্থ হয়। এতে দুজনের একই বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাও অপূর্ণ থেকে যায়। তবে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে খো চিং থেং এক উপহারের মাধ্যমে শেন চিয়া ইকে তার মনের কথা জানায়।
তারপর, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রথম দিনে তারা প্রথমবারের মতো নির্দিষ্ট জায়গায় দেখা করার পরকল্পনা করলো। তখন থেকেই তাদের মধ্যে প্রেমিক-প্রেমিকা সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। প্রিয় মানুষকে ইমপ্রেস করার জন্য খো চিং থেং বিশ্ববিদ্যালয়ে একটি বিপজ্জনক খেলায় অংশ নিল। প্রতিযোগিতায় সে বিজয়ী হলেও, অনেক আঘাত পেলো। খো চিং থেংয়ের শরীরের ব্যথা দেখে শেন চিয়া ই অনেক দুঃখ পেলো। সে রাগ করল এবং খো চিং থেংয়ের সঙ্গে ঝগড়া করলো। তার রাগ দেখে খো চিং থেং হতবুদ্ধি হয়ে গেল। তার ধারণা ছিল, সে বিজয়ী হলে শেন চিয়া ই খুশী হবে এবং গৌরববোধ করবে।
কিন্তু তার ধারণা মিথ্যা প্রমাণিত হলো এবং শেন চিয়া ই ভীষণ ক্ষেপে গিয়ে খো চিং থেং-কে ছেড়ে চলে গেল। শুরুতে ঝড়বৃষ্টির মধ্যেই খোং চিং থেং দারুণ মনোকষ্ট নিয়ে শেন চিয়া ইকে খুঁজে বেড়ালেন। কিন্তু পেলেন না। খোং চিং থেং একা হয়ে গেলেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |