|
রহিমের কথা শোনার পর আমির সাহরাবকে খুঁজে বের করতে আফগানিস্তানের পথে যাত্রা করেন।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে এই দৃশ্য দেখানো হয়েছে।
আফগানিস্তানের তখনকার অবস্থা খুব বিপদজনক। আমির অনেক কষ্ট অতিক্রম করে সাহরাবকে পাকিস্তানে নিয়ে আসেন। রহিম ইতোমধ্যেই মারা যান। আমির নিজের ভ্রাতুষ্পুত্র সাহরাবকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে সাহরাবের সঙ্গে আমির ও তাঁর স্ত্রীর আনন্দে ঘুড়ি উড়ানোর দৃশ্য দেখানো হয়।
লেখক খালেদ হোসেইনির 'দ্যা কাইট রানার' শীর্ষক উপন্যাসটি প্রকাশের পর পরই দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন জায়গার সবচেয়ে জনপ্রিয় উপন্যাসের তালিকার শীর্ষ অবস্থানে পৌঁছায়। উপন্যাসে আফগানিস্তানের সংস্কৃতির প্রেক্ষাপটে একটি গল্প বর্ণনা করা হয়। যুদ্ধ-কবলিত দেশটি সাম্প্রতিক কয়েক বছরে ছিল সংঘর্ষের কেন্দ্র। আপনি মনে করতে পারেন, এমন ধরনের একটি জায়গাকে গল্পের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া গ্রহণযোগ্য নয়। কিন্তু উপন্যাসে মমতার বন্ধন, শৈশবকালের বন্ধুত্ব, ক্ষমা চাওয়ার সাহস এবং ভালোবাসার মুক্তি সবার মনকে মুগ্ধ করে। লেখক হোসেইনি বলেন, 'আমার এই প্রথম উপন্যাস যে ব্যাপক সাড়া ফেলেছে, তা দেখে আমার একটু বিস্মিত বোধ করি। কিন্তু একটু বেশি চিন্তার পর আমি মনে করি, এটা খুবই স্বাভাবিক। বিশ্বাস করি, মানুষ উপন্যাসের ভাবানুভূতিতে অভিভূত হয়ে পড়েন। উপন্যাসের প্রধান বিষয়, অর্থাত্, অপরাধ, বন্ধুত্ব, ক্ষমা, হারানো ও দোষের দায়মুক্তির ইচ্ছা আমাদের প্রত্যকের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। এসব কেবল আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত নয়। যে কোনো জাতি এবং যে কোনো সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বসবাস মানুষ উপন্যাসের প্রধান বিষয় গ্রহণ করতে পারেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |