Web bengali.cri.cn   
দ্যা কাইট রানার
  2012-09-13 13:56:54  cri

আজকের অনুষ্ঠানে আমি যে চলচ্চিত্রটির সঙ্গে শ্রোতাবন্ধুদের পরিচয় করিয়ে দিতে চাই সেটির নাম 'the kite runner'। চলচ্চিত্রটি খালেদ হোসেইনির একই শিরোনামের উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে।

চলচ্চিত্রটির প্রধান দু'টি চরিত্র হলো গত সত্তরের দশকে আফগানিস্তানে বসবাসকারী দু'টি বালক -- ১২ বছর বয়সী আমির এবং তাদের গৃহরক্ষক আলির ছেলে হাসান। তারা দু'জন এক জোড়া সেরা বন্ধু।

আমিরের জন্মের সময় তার মা মারা যান। আমির মনে করে, তার বাবা যে তাকে পছন্দ করেন না, এটাই তার কারণ।

আমিরের বাবা সবসময় হাসানের প্রশংসা করেন এবং আমিরের ব্যাপারে হতাশা প্রকাশ করেন। এ কারণে আমিরের খুব খারাপ লাগে।

আমির ও হাসান দু'জনেই ঘুড়ি ওড়াতে খুব পছন্দ করে বলে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশ নেয়। আমির প্রতিযোগিতায় প্রথম হয়ে বাবার স্বীকৃতি ও প্রশংসা অর্জন করে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040