|
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে আমির ও হাসানের ঘুড়ি উড়ানোর দৃশ্য দেখানো হয়েছে।
দু' বালকের যৌথ প্রচেষ্টায় অবশেষে তারা বিজয়ী হয়। হাসান আমিরের জন্য তাদের অর্জিত ঘুড়ি খুঁজে বের করার পথে একদল দুষ্কৃতকারীদের হেনস্তার শিকার হয়। আমির স্বচোখে সবচেয়ে প্রিয় বন্ধুর হেনস্ত হওয়ার দৃশ্য দেখে। কিন্তু হাসানকে উদ্ধারের সাহস হয় না তার। বাড়িতে ফিরে যাওয়ার পর নিজের ভীরুতার কারণে হাসানের কাছে নিজেকে দোষী মনে হয় আমির। যখনই হাসানের সঙ্গে দেখা হয়, সে নিদারুণ যন্ত্রণা বোধ করে। এ যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে অনেক চিন্তার পর সে হাসানকে দোষী প্রমাণ করার জন্য ফন্দি আঁটতে থাকে। আমির তার বাবাকে বলে, হাসান বাবার দেওয়া ঘড়ি চুরি করেছে। তার ধারণা হয়, এ অভিযোগ করলে তার বাবা হাসান ও তার বাবা আলিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমিরের বাবা হাসানকে জিজ্ঞাস করেন, 'তুমি কি আমিরের ঘড়ি চুরি করেছে?' হাসান আমিরকে এক পলকের দেখে। তারপর বলে, জি, আমি আমিরের ঘড়ি চুরি করেছি। আমিরের বাবা হাসানের কথা শুনে বলেন, আচ্ছা, আমি জানি। কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।
তবে হাসান ও তার বাবা আলি আমিরদের বাড়ি ছেড়ে চলে যেতে চান। নিষেধ সত্ত্বেও তারা বাড়ি ছেড়ে যাওয়ার জন্য জেদ ধরেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |