|
অনেকে বলেন, 'কিকুজিরো নো নাটসু' শিরোনামে চলচ্চিত্রটি হচ্ছে শৈশবকাল, বড় হওয়া এবং গ্রীষ্মকাল সম্পর্কিত একটি চলচ্চিত্র।
আপাত দৃষ্টিতে কিকুজিরো অবিশ্বাস্য একজন প্রৌঢ়। তিনি এবং মাসাওয়ের এই অভিযাত্রা অনেক হাসি তামাশায় ভরপুর । অভিযাত্রা চলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিকুজিরোর দয়ালু ও উষ্ণ মন ধীরে ধীরে লোকের সামনে ফুটিয়ে তোলা হয়। এই অভিযাত্রা কিশোর মাসাওয়ের জীবনকে জেনে বড় হওয়ার প্রক্রিয়া ছাড়াও, প্রৌঢ় কিকুজিরোর নিজেকে পুনঃআবিষ্কার করা এবং জীবনের নতুন অনুভূতি অর্জনের প্রক্রিয়া।
আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের আলো-ছায়া অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন অনুভূতি থাকলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে । আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। চেইচিয়ান।
এখন শুনুন আমার সহকর্মী শান্তা মারিয়ার পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
লিলি/শান্তা
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |