|
মাসাও খুব মর্মাহত হয়ে কাঁদছে। কিকুজিরো তাকে বলে, হতে পারে তোমার মায়ের বাসা পরিবর্তিত হয়েছে। একই ঠিকানা সত্ত্বেও বিভিন্ন লোক ওখানে থাকেন। কিকুজিরো তার মন ভালো করার জন্য কাঁচ দিয়ে তৈরি ঘন্টাসম্পন্ন একটি দেবদূত উপহার হিসেবে মাসাওকে দেন। কঠিন কোনো সময়ের সম্মুখীন হলে সেই দেবদূতকে ঝাঁকুনি দাও এবং দেবদূত অচিরেই দেখা দেবে।
ফেরত যাওয়ার পথে কিকুজিরো এবং মাসাও যেন দু'জন শিশুর মতো গ্রামাঞ্চলের ছোট মহকুমায় গ্রীষ্মকালের সবুজ পরিবেশে আনন্দের সঙ্গে খেলছেন, দৌঁড়াচ্ছেন। তা ছাড়া, তাঁরা আরো তিন দয়ালু জনের সঙ্গে পরিচিত হন। মাসাওয়ের অভিজ্ঞতা শোনার পর তাঁদের মনে সহানুভূতি জেগে ওঠে। তাঁরা মাসাওয়ের সঙ্গে খেলছেন এবং নানা পদ্ধতিতে মাসাওয়ের মন ভালো করছেন। মাসাওয়ের বেদনাপূর্ণ মন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। সে একটি অবিস্মরণীয় গ্রীষ্মকাল কাটিয়েছে। কিকুজিরো হাসছেন, তিনিও একটি অবিস্মরণীয় গ্রীষ্মকাল কাটিয়েছেন।
চলচ্চিত্রের শেষে কিকুজিরো এবং মাসাও পরস্পরের কাছ থেকে বিদায় নিচ্ছেন। তারপর মাসাও দৌঁড়াতে দৌড়াতে হালকা সঙ্গীতের ছন্দে বাসায় যাচ্ছে। মনে হয় তার মন আশায় ভরপুর।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |