Web bengali.cri.cn   
কিকুজিরো নো নাটসু
  2012-08-23 15:56:41  cri

প্রিয় শ্রোতা, এখন আমি আপনাদের জন্য 'কিকুজিরো নো নাটসু' শিরোনামে চলচ্চিত্রের প্রধান বিষয় বলবো।

মাসাও নামে একজন ছেলে প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। তাঁর সহপাঠীদের দীর্ঘ প্রতিক্ষীত গ্রীষ্মকালীন অবকাশ অবশেষে এসেছে। কিন্তু মাসাও নামে একজন ছেলের জন্য কোন আনন্দের বিষয় নেই। কারণ তার সব বন্ধু সৈকতে বা মা-বাবার সঙ্গে গ্রামাঞ্চলে গেছে। গ্রীষ্মকালীন অবকাশে ফুটবল দলের প্রশিক্ষণও দেয়া হয়নি। একাকী গ্রীষ্মকালীন অবকাশে মাসাওয়ের কাছে স্কুলের সবচেয়ে পরিচিত রাস্তাও অন্যরকম মনে হয়। । প্রতিদিন আবহাওয়া সম্পর্কিত রিপোর্ট পাঠ করা ছাড়া, আর কোন কাজ নেই। মাসাওয়ের বাবা তার জন্মগ্রহণের কিছু পরেই একটি পরিবহন দুর্ঘটনায় নিহত হন। মা দূরের একটি জায়গায় কাজ করেন। মাসাও দাদির ওপর নির্ভর করে বেঁচে থাকে। এই গ্রীষ্মকালীন অবকাশে মাসাও দুঃসাহসিক অভিযানের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয়। যাত্রার গন্তব্যস্থান হলো মাসাওকে দেয়া এক ছবিতে তার মায়ের থাকার জায়গা। ডাইরি, হোম ওয়ার্ক এবং মাসিক পকেট খরচ নিয়ে মাসাও বাড়ি ত্যাগ করে।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040