Web bengali.cri.cn   
তিব্বতের কাংশা গ্রামের সমৃদ্ধি অর্জনের অভিজ্ঞতা
  2012-08-17 19:28:29  cri

পবিত্র পাহাড়ের পাদদেশে সংবাদদাতার কয়েকজন ভারতীয় তীর্থযাত্রীর সঙ্গে দেখা হয়। তারা চমরি গাই দলের সাহায্যে পবিত্র পাহাড়ে প্রবেশের জন্য খাবার, গ্যাস ঘড়া ও তুলার লেপসহ নানা মালপত্র পরিবহণের প্রস্তুত নিচ্ছিলেন। ভারতের মধ্যপ্রদেশ থেকে আগত তীর্থযাত্রী রাও সংবাদদাতাকে বলেন, 'ভ্রমণ খুব আনন্দময়। এটা এক পবিত্র ও সুন্দর জায়গা। এখানকার নানা সেবাকাজও মন্দ নয়। তিব্বতী খাবারও খুব ভালো। তবে আমরা তা খেতে অভ্যস্ত নই। তা ছাড়া এখানে শ্বাস নিতে একটু কষ্ট হয়।'

কাংশা গ্রামে আসা ভারতীয় তীর্থযাত্রীরা

চমরি গাই দল পর্যটকদের জন্য মালপত্র বহনের পাশাপাশি শারীরিক দুর্বল তীর্থযাত্রীদেরও পরিবহন করে। প্রথমে তারা এক বছরে মাত্র কয়েক ডজন তীর্থযাত্রীকে পরিবহন সেবা দিত। এখন প্রতি বছর তারা বিশ হাজারেরও বেশি পর্যটকদের জন্য পরিবহন ও জীবনযাপন সেবা দেয়। চমরি গাই পরিবহন সেবা দল ধাপে ধাপে এখানকার বিখ্যাত পর্যটন সেবা ব্র্যান্ডে পরিণত হয়েছে।

এখন কাংশা গ্রামের চমরি গাই পরিবহন সেবা দলের সদস্য ২৫০ পরিবারের ৯৮৫ জন মানুষ। তাদের সাড়ে ৪ সহস্রাধিক চমরি গাই আর ৪০০টিরও বেশি ঘোড়া আছে। বর্তমান বাজার দর অনুযায়ী, একটি ঘোড়া একজন মানুষকে বহন করতে এক দিন ২০০ ইউয়ান, চমরি গাই দিয়ে মালপত্র বহন করলে এক দিন ১৫০ ইউয়ান আর শ্রমিকের জন্য এক দিন ১২০ ইউয়ান লাগে। এ পাহাড় একবার ঘুরতে প্রায় তিন দিন সময় লাগে। তাহলে বোঝা যায়, একজন তীর্থযাত্রী এসে পবিত্র পাহাড়ে একবার ঘুরলে গ্রামবাসীর প্রায় এক হাজার ইউয়ান আয় হয়। গ্রামবাসীর আয় থেকে মাত্র ২ শতাংশ ব্যবস্থাপনার ফি আর প্রতি চমরি গাইয়ের জন্য তৃণভূমির ক্ষতিপূরণে ৫ ইউয়ান দিতে হয়।

অতীতে ব্যক্তিগত সেবার তুলনায় বর্তমান চমরি গাই পরিবহন দলের সেবা আরো নিয়মমাফিক আর প্রতিযোগিতা শক্তি সম্পন্ন হয়েছে। কাংশা গ্রামের প্রধান ৫৩ বছর বয়সী নিমা ইয়েশে দোর্জি বলেন, 'আগে ব্যক্তিগতভাবে সেবা দেওয়া হতো। যদি কোন সমস্যা ঘটতো, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুঁজে পাওয়া যেতো না। পর্যটকরা সহজে শ্রমিক ও চমরি গাইও পেতো না। চমরি গাই পরিবহন দল গঠনের পর পুরো গ্রামের সম্পদ সংগ্রহ করে সমান করে গ্রামবাসীদের মধ্যে বন্টন করা হয়। এ পরিবহন দল গ্রামবাসীদের গড় আয় বৃদ্ধি করেছে। গ্রামবাসীদের জীবনযাপনের মান উন্নত হয়েছে।'

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040