সেপ্টেম্বর ১: যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে স্থানীয় সময় শনিবার ভোরে একটি বাস উল্টে গেলে ৭ ব্যক্তি নিহত হয়।
মিসিসিপি হাইওয়ে পেট্রোলের তথ্য অনুসারে, স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে বাসটি ওয়ারেন কাউন্টির কাছে হাইওয়ে থেকে ছিটকে উল্টে যায়। ঘটনার সময় বাসটিতে কয়েক ডজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩৭ জন যাত্রী আহতও হন। (অনুপমা/আলিম/ছাই)