আগস্ট ২৮: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল (মঙ্গলবার) ডাউনিং স্ট্রিট গার্ডেনে বক্তৃতায় বলেন, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে দাঙ্গা দেশের ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ সামাজিক অবস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি বলেন, দাঙ্গাগুলো ব্রিটিশ রাষ্ট্রের ভিত্তির মধ্যে ‘ফাটল’ উন্মোচিত করেছে। গত দশকে ব্রিটেন ‘বিভাজন এবং পতনের কারণে ভঙ্গুর’ ছিল।
স্টারমার বলেন, নতুন সরকারকে কনজারভেটিভ সরকারের রেখে যাওয়া ‘অর্থনৈতিক ব্ল্যাকহোল’ এবং ‘সামাজিক ব্ল্যাকহোলে’র মুখোমুখি হতে হবে।
(রুবি/হাশিম/সুবর্ণা)