বাহরাইনে শুরু হয়েছে আইএসএফ জিমনেসিয়াড, প্রথম স্বর্ণ চীনের ঘরে
2024-10-25 17:11:09

অক্টোবর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় বৃহস্পতিবার শুরু হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্ট ফেডারেশন (আইএসএফ) জিমনেসিয়াড বাহরাইন ২০২৪। ৭০টি দেশ ও অঞ্চলের পাঁচহাজার তিনশ প্রতিযোগী ও কোচ এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে প্রথম স্বর্ণ ঘরে তুলেছে চীন। কারাটে অ্যাথলেট লি ইয়ুসুয়ান চীনের পক্ষে এই  স্বর্ণ জয় করেন।

বাহরাইনের রিফায় জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৩১অক্টোবর পর্যন্ত চলা জিমনেসিয়াডে অ্যাথলেটিক্স, তীরন্দাজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বক্সিং, দাবা, শৈল্পিক এবং ছন্দময় জিমন্যাস্টিকস এবং জুডো সহ ২৬টি খেলার প্রতিযোগিতা রয়েছে। অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন এবং জুডোতেও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের ইভেন্ট অনুষ্ঠিত হবে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত, আই এস এফ  একটি অলাভজনক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা যা জাতীয় স্কুল ক্রীড়া সংস্থাগুলো পরিচালনা করে এবং ছয় থেকে ১৮ বছর বয়সী তরুণদের জন্য শিক্ষামূলক ইভেন্টের আয়োজন করে।

১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি  স্বীকৃত,  আইএসএফ এর ১৩২ সদস্য রয়েছে এবং ৩০ টিরও বেশি ক্রীড়ায়  প্রতি বছর দশটিরও বেশি ইভেন্টের আয়োজন করে।

শান্তা/ফয়সল