রুশ ক্যালিগ্রাফি মিউজিয়ামে চীনা সংস্কৃতির প্রদর্শনী
2024-10-25 15:54:04

অক্টোবর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: রাশিয়ার রায়াজানে বিশ্ব ক্যালিগ্রাফি মিউজিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হচ্ছে চীনা সংস্কৃতি বিষয়ক বিশেষ প্রদর্শনী।

বিশ্ব ক্যালিগ্রাফি মিউজিয়াম রাশিয়ায় এ ধরনের একমাত্র মিউজিয়াম। সারা বিশ্বেই ক্যালিগ্রাফি বা হস্তলিপি বিষয়ক বিশেষ মিউজিয়ামের সংখ্যা হাতে গোণা।

এখানে ঐতিহ্যবাহী চীনা, আরবি, সংস্কৃত, পালি, রোমান ক্যালিগ্রাফিসহ বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফির নমুনা রয়েছে।

পাশাপাশি এই মিউজিয়ামে চীনা ভাষা, সংস্কৃতি এবং চীনা ক্যালিগ্রাফি বিষয়ে নিয়মিত ক্লাসের ব্যবস্থা রয়েছে।

চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এখানে বিশেষভাবে চীনা সংস্কৃতি ও ক্যালিগ্রাফি বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাদুঘরটিতে ৭০টিরও বেশি দেশের ৩৫০০টিরও বেশি নমুনার বিস্তৃত সংগ্রহ রয়েছে যা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে।ক্যালিগ্রাফারদের কাজের রুশ ও ইংরেজি অনুবাদও এখানে রয়েছে।

শান্তা/ফয়সল