চায়না মিডিয়া গ্রুপের ২০টি সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প চালু
2024-07-27 15:18:34

জুলাই ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনা আধুনিকায়ন এবং উন্মুক্ততা তুলে ধরতে ২০টি সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। সম্প্রতি বেইজিংয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলো উন্মোচন করা হয়।  

অনুষ্ঠান চলাকালে ২০টি সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প দেশ-বিদেশের দর্শকদের কাছে উপস্থাপন করা হয়। এগুলো সংস্কার ও উন্মুক্তকরণ, চীনা আধুনিকায়নের নতুন যুগের গল্প বর্ণনা করে এবং বিশ্বের কাছে চীনের সৌন্দর্য প্রদর্শন করে।

১৪৪ ঘণ্টা ভিসা-মুক্ত ট্রানজিট দেয় এমন শহরগুলোর সঙ্গে অংশীদারিত্বে, সিএমজি আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য ট্যুর গাইড সরবরাহ করার একটি ‘চায়না ভ্রমণ’ ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে।

এ ছাড়াও, স্থানীয় পর্যটন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে বড় মাল্টিমিডিয়া ইভেন্টের আয়োজন করবে সিএমজি।

উল্লেখ্য, পর্যটনকে উৎসাহিত করতে চীন জুলাইয়ের শুরুর দিকে ভিসা-মুক্ত নীতির পরিসর বাড়ায়।

 

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি :সিসিটিভি