৭ম চীন আন্তর্জাতিক আমদানি মেলার মিডিয়া নিবন্ধন শুরু
2024-09-20 18:06:09

সেপ্টেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা অনুষ্ঠিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এরইমধ্যে শুরু হয়েছে সাংবাদিকদের নিবন্ধন। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এই মিডিয়া নিবন্ধন চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

 

সাংবাদিকরা চীন আন্তজার্তিক আমদানি মেলার অফিসিয়াল ওয়েবসাইটে www.ciie.org বা CIIE অ্যাপে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

 

গেল বছরের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ১৫৪টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া