বছরের প্রথমার্ধে চীনের বিভিন্ন পথে মানুষের ৩০০০ কোটি বার যাতায়াত
2024-07-26 16:17:07

জুলাই ২৬: চলতি বছরের প্রথমার্ধে চীনের বিভিন্ন পথে মানুষ ৩০০০ কোটি বার যাতায়াত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। আজ (শুক্রবার) চীনের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, বছরের প্রথম ৬ মাসে মানুষ সড়কপথ ব্যবহার করেছে ২৯৮৪ কোটি বার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৬ শতাংশ বেশি। একই সময় জলপথ ব্যবহার করা হয়েছে ১২০ কোটি বার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.২ শতাংশ বেশি।

মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের প্রথমার্ধে দেশের বিভিন্ন যানবাহন মোট মালামাল পরিবহন করেছে ২৬৯৯ কোটি টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বেশি। এর মধ্যে সড়কপথে পরিবহন করা হয় ১৯৭৭ কোটি টন মালামাল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.০ শতাংশ বেশি। এদিকে, একই সময়ে নৌপথে পরিবাহিত মালামালের পরিমাণ ছিল ৪৭০ কোটি টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ বেশি।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)