চীন ও রাশিয়ার যৌথ বিমান টহল
2024-07-26 19:05:34

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও রাশিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার তাদের বার্ষিক সহযোগিতার পরিকল্পনা অনুযায়ী বেরিং সাগরে একটি যৌথ কৌশলগত বিমান টহল পরিচালনা করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং জানান, এটি ২০১৯ সাল থেকে উভয় পক্ষের পরিচালিত অষ্টম টহল।

চাং বলেন, অভিযানের লক্ষ্য ছিল দুই বিমান বাহিনীর মধ্যে সমন্বয় পরীক্ষা করা এবং উন্নত করা এবং দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা ও বাস্তব সহযোগিতা আরও গভীর করা।

এই অভিযানটি কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে, মুখপাত্র আরও বলেন, এটি প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন ও অনুশীলনগুলো মেনে চলেছে এবং এটি কোনও বর্তমান আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।

শান্তা/ফয়সল