সিপিপিসিসি’র চতুর্দশ স্থায়ী কমিটির অষ্টম অধিবেশন সমাপ্ত
2024-07-26 16:03:43

জুলাই ২৬: চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্দশ জাতীয় কমিশনের স্থায়ী কমিটির অষ্টম অধিবেশন, গতকাল (বৃহস্পতিবার) সকালে, বেইজিংয়ে শেষ হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও সিপিপিসিসি’র চেয়ারমান ওয়াং হু নিং সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, সিপিসি’র কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয়  পূর্ণাঙ্গ অধিবেশনে, সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর করার মাধ্যমে চীনা শৈলীর আধুনিকায়ন বাস্তবায়নের জন্য, সিপিসি’র দৃঢ়প্রতিজ্ঞা ফুটে উঠেছে। অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে, মহান ঐতিহাসিক সক্রিয়তা, বিশাল রাজনৈতিক সাহস, ও দৃঢ় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, নতুন সময়পর্বে চীনকে নেতৃত্ব দিয়ে আসছে সিপিসি।

ওয়াং হু নিং আরও বলেন, এবারের পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা সুষ্ঠুভাবে আত্মস্থ করে, তা বাস্তবায়ন করা হচ্ছে, বর্তমানের ও ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ কাজ, যা পুরো দল ও গোটা চীনা সমাজকে ঐক্যবদ্ধভাবে আঞ্জাম দিতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)