প্যারিসে সিএমজি’র অলিম্পিক-সংশ্লিষ্ট প্রতিবেদন একাধিক ভাষায় প্রকাশিত
2024-07-26 17:13:23

জুলাই ২৬: গতকাল (বৃহস্পতিবার) প্যারিসে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র ‘অলিম্পিক গেমস লাইভ সম্প্রচার প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন প্রতিবেদন'-এর চীনা, ইংরেজি ও ফরাসি ভাষার সংস্করণ প্রকাশিত হয়।

চায়না কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এবং অলিম্পিক গেমস সম্প্রচার পরিষেবা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ানিস এক্সারচোস প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেন হাই সিয়োং বলেন, সিএমজি অলিম্পিক গেমস সম্প্রচার পরিষেবা কোম্পানির সাথে স্থায়ীভাবে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। সিএমজি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও সম্প্রচারযন্ত্র এই কোম্পানির ভূয়সী প্রশংসাও পেয়েছে। প্যারিস অলিম্পিক দুই কোম্পানিকে আরও কাছাকাছি আনবে বলে আশা করা যায়।

ইয়ানিস এক্সারকোস বলেন, অলিম্পিক সংস্কৃতি ও প্রতিযোগিতার সম্প্রচারকে গণমাধ্যমের উন্নয়ন থেকে আলাদা করা যায় না। এবার সিএমজি গ্রীষ্মকালীন অলিম্পিক সরাসরি সম্প্রচারের জন্য নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। তাঁর কোম্পানি সিএমজি’র সাথে আরও ঘনিষ্ঠ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

অনুষ্ঠানে শেন হাই সিয়োং সিএমজি’র সম্প্রচার-দলের সদস্যদের খোঁজখবর নেন। তিনি আশা করেন, সবাই ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে অলিম্পিকের লাইভ সম্প্রচারকাজ সুচারুভাবে সম্পন্ন করবেন।

উল্লেখ্য, সিএমজি’র প্রতিবেদনে বিস্তারিতভাবে আল্ট্রা-এইচডি প্রযুক্তি, ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষ সরঞ্জাম, ক্লাউড প্রযুক্তি, ভার্চুয়াল প্রযুক্তি, এবং অডিও প্রযুক্তির ক্ষেত্রে অর্জিত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)