বাংলাদেশে নাশকতাকারীদের সন্ধানে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2024-07-26 19:06:20

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

নাশকতার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থায় সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে হামলার একটি সংক্ষিপ্ত বর্ণনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি বিটিভি সদর দপ্তর ও বিটিভি ভবনে ভাঙচুরের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শান্তা/ফয়সল