সিনচিয়াংয়ে গ্রীষ্মকালীন শস্য উত্পন্ন হয়েছে ৬৯ লাখ টন
2024-07-25 18:04:32

জুলাই ২৫: চলতি বছর চীনের সিনচিয়াংয়ে গ্রীষ্মকালীন শস্য উত্পন্ন হয়েছে ৬৯.৩৪৮ লাখ টন। জাতীয় পরিসংখ্যান ব্যুরো  গতকাল (বুধবার) এ বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে সিনচিয়াংয়ে গ্রীষ্মকালীন শস্য চাষ করা হয় ১১.৭১৬৪ কোটি হেক্টর জমিতে, যাতে ফসল উত্পাদন হয়েছে গত বছরের চেয়ে ১.৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ছয় বছর ধরে সিনচিয়াংয়ে গ্রীষ্মকালীন শস্যের উত্পাদন বাড়লো।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এই ধারা ধরে রাখতে, সিনচিয়াংয়ে ফসল উত্পাদন আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। (ছাই/আলিম)