তাইওয়ানে আছড়ে পড়ল টাইফুন গেইমি
2024-07-25 14:21:44

জুলাই ২৫, সিএমজি বাংলা ডেস্ক:  প্রবল শক্তিশালী টাইফুন গেইমি আছড়ে পড়েছে চীনের তাইওয়ানে। এই দুর্যোগে ইতোমধ্যেই অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। বৃহস্পতিবার  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

সংস্থার সর্বশেষ আপডেট অনুযায়ী , ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া নিয়ে টাইফুন গেইমি তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। প্রবল শক্তিশালী এই টাইফুনটি দ্বীপ ভূখণ্ডটির হুয়ালিয়েন শহরের কাছে আঘাত হানে। গেইমি গত আট বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে বলে মনে করা হচ্ছে।

তাইওয়ানের কর্মকর্তারা জানিয়েছেন, টাইফুনের আঘাতে ইতোমধ্যেই দুইজন নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শক্তিশালী এই টাইফুন ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণ হতে পারে।

এদিকে তাইওয়ানে যাওয়ার পথে টাইফুন গেইমি ফিলিপাইনের বিশাল অংশে অবিরাম বৃষ্টি নিয়ে এসেছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির অনেক স্থান প্লাবিত হয় এবং আকস্মিক বন্যার কারণে রাজধানী ম্যানিলায় রাস্তাগুলোও কার্যত নদীতে পরিণত হয়েছে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি