ইথিওপিয়ার গুরুতর পাহাড়ে ধসের ঘটনায় চীনের সমবেদনা
2024-07-25 11:35:55

জুলাই ২৫: সম্প্রতি ইথিওপিয়ায় গুরুতর পাহাড়ে ধসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীন এতে আন্তরিক সমবেদনা জানায় এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

জানা গেছে, এ পর্যন্ত কমপক্ষে ২২৯জন এতে নিহত হয়েছে। হতাহত মানুষের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কে মাও নিং বলেন, চীন ও ইথিওপিয়া একই রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে এবং পরস্পরকে সাহায্য করা সার্বক্ষণিক কৌশলগত অংশীদার। চীন ইথিওপিয়ার চাহিদা অনুযায়ী ত্রাণ-উদ্ধার ও পুনর্গঠনে যথাসাধ্য সাহায্য দিতে চায়। এ পর্যন্ত দুর্যোগে চীনা নাগরিক হতাহতের খবর পাওয়া যায় নি।

(প্রেমা/তৌহিদ/ছাই)