সি চিন পিংয়ের অলিম্পিক প্রেম
2024-07-25 18:06:35

জুলাই ২৫: ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস স্থানীয় সময় ২৬ জুলাই উদ্বোধন হবে।  

দুই মাসেরও বেশি সময় আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে সি চিন পিং ম্যাকখোঁকে বেইজিং অলিম্পিক গেমসের মশাল উপহার দেন এবং ম্যাকখোঁ সি চিন পিংকে প্যারিস অলিম্পিক গেমসের মশাল উপহার দেন। সি চিন পিং বলেন, “ফ্রান্স খেলাধুলায় শক্তিশালী দেশ। আমি আন্তরিকভাবে প্যারিস অলিম্পিকের সাফল্য কামনা করি। চীন একটি শক্তিশালী ক্রীড়াদল পাঠিয়ে প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবে।”

অলিম্পিক গেমস মানবজাতির শান্তি, ঐক্য ও অগ্রগতির সুন্দর চেতনার ধারক। সি চিন পিং বরাবরই অলিম্পিক গেমসকে প্রমোট করতে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে তিনি বেইজিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ নেতৃস্থানীয় গ্রুপের প্রধানের দায়িত্ব পালন করেন। পরে তাঁর নেতৃত্বে চীন সফলভাবে ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানায় এবং সফলভাবে তা আয়োজনও করে। বস্তুত, সি চিন পিংয়ের সাথে অলিম্পিক গেমসের একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে।  

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ একবার বলেন, অলিম্পিক গেমসের মান উন্নয়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট সি চিন পিং একজন চ্যাম্পিয়ন। আমি তাঁকে একটি স্বর্ণপদকে ভূষিত করতে চাই। (ছাই/আলিম)