ব্রাজিলকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণের আমন্ত্রণ
2024-07-25 19:02:02

জুলাই ২৫: চীন ব্রাজিলকে যত তাড়াতাড়ি সম্ভব ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন ও ব্রাজিল দুটি বড় উন্নয়নশীল দেশ ও নবোদিত অর্থনৈতিক সত্তা। দু’দেশ এক অপরের সার্বিক কৌশলগত অংশীদার। চীন ব্রাজিলের সাথে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, চীন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও ব্রাজিলের ‘পুনঃশিল্পায়ন’ উন্নয়ন-পরিকল্পনার সংযুক্তির কাজ ত্বরান্বিত করতে চায়।

উল্লেখ্য, সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা চীনের সাথে নতুন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেন। তিনি চীনের সাথে বিজ্ঞান, প্রযুক্তি, চিপস ও সফটওয়্যার উত্পাদনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আগ্রহও প্রকাশ করেন। (ছাই/আলিম)