এক্সচেঞ্জ প্রোগ্রামে মার্কিন শিক্ষার্থীরা এখন চীনের সিছুয়ানে
2024-07-24 19:32:29

জুলাই ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিছুয়ান প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও শিক্ষাব্যবস্থা, পান্ডা সংরক্ষণ কেন্দ্র এবং বৈচিত্রময় খাবারে মুগ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। সম্প্রতি চায়না একচেঞ্জ প্রোগ্রামে সিছুয়ান প্রদেশ ঘুরতে এসে এমন অনুভূতির কথা জানান তারা।

পিকিং বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের চায়না ডিপ ডাইভ পোগ্রামের অংশ হিসেবে সম্প্রতি ১০ জন চীনা শিক্ষার্থীর সঙ্গে চারদিনের সফরের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে ঘুরতে আসেন আমেরিকার ৪৪জন শিক্ষার্থী।

চারদিনের সফরে শিক্ষার্থীরা ছেংতুর একটি উচ্চ বিদ্যালয়, একটি পান্ডা সংরক্ষণ কেন্দ্র এবং সিছুয়ান রন্ধনশৈলী জাদুঘর পরিদর্শন করেন।

আগামী পাঁচ বছরে চীন এক্সচেঞ্জ এবং স্টাডি প্রোগ্রামের অংশ  জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার শিক্ষার্থী চীন সফর করবেন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- চায়না ডেইলি