আবার ‘স্বাধীন তাইওয়ান’ বিচ্ছিন্নতাবাদী তত্পরতার আসল মুখ ব্যক্ত করেছে লাই ছিংদে
2024-07-23 15:58:52

জুলাই ২৩: লাই ছিংদে’র তথাকথিত ‘তাইওয়ানের সাবজেক্টিভিটির জাতীয় পরিচয়’ পুনরায় তার ‘স্বাধীন তাইওয়ান’ অবস্থান এবং ‘স্বাধীন তাইওয়ান’ বিচ্ছিন্নতাবাদী তত্পরতার আসল মুখ ব্যক্ত করেছে। গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন বিনহুয়া এ কথা বলেছেন।

তিনি বলেন, তাইওয়ান চীনের একটি অংশ। যদিও দু’তীর এখনও একীভূত হয় নি, তবুও চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা অবিচ্ছেদ্য। তাইওয়ান কখনও একটি দেশ নয় এবং একটি দেশ হবে না।

ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি ইতিহাস, বাস্তবতা ও জনমত উপেক্ষা করে, একগুঁয়ে ‘স্বাধীন তাইওয়ান’ বিচ্ছেদের অবস্থানে অবিচল থাকে, একচীন মৌলিক নীতি গ্রহণ প্রত্যাখ্যান করেছে। তাইওয়ানের দু’তীরের বিনিময়, সহযোগিতার ও সম্মিলিত উন্নয়ন বাধাগ্রস্ত ও নষ্ট করে, দু’তীরের স্বদেশবাসীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরো বলেন, দু’তীরের মানুষ দৃঢ়ভাবে লাই ও তার কর্তৃপক্ষের ‘স্বাধীন তাইওয়ান’ আচরণের বিরোধিতা করে। দু’তীরের বিনিময় ও সহযোগিতা বেগবান করে, যৌথভাবে চীনা জাতির মহান পুনরুত্থানের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

(প্রেমা/তৌহিদ/ছাই)