চীনের রোবট শিল্প দ্রুত বিকশিত হচ্ছে
2024-07-22 18:25:10

জুলাই ২২: সাম্প্রতিক বছরগুলোতে চীনের রোবট শিল্প দ্রুত বিকশিত হয় এবং বিদেশী গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করে।

পরিসংখ্যান অনুসারে, চীন বিশ্বের বৃহত্তম রোবট সরবরাহকারী দেশ। ২০২২ সালে চীনের রোবট শিল্পের অপারেটিং আয় ছিল ১৭০০০ কোটি ইউয়ানের বেশি; উত্পাদিত শিল্পরোবটের সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার সেট; এবং উত্পাদিত পরিষেবাসংশ্লিষ্ট রোবটের সংখ্যা ছিল ৬৪ লাখ ৫৮ হাজার ইউনিট।

চীনের রোবট শিল্পের দ্রুত বিকাশের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন দেশে চীনা রোবটের রফতানিও বাড়ছে। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, ২০২৩ সালে চীনের শিল্পরোবট রফতানি বৃদ্ধি পায় ৮৬.৪ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার রেস্তোঁরা শিল্পে শ্রমের ঘাটতি আছে। এই ঘাটতি মেটাতে সেদেশে পরিষেবা-রোবটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।  দক্ষিণ কোরিয়ার রোবট শিল্প সমিতির পরিসংখ্যান অনুসারে,  ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁগুলোতে ৫০০০টি পরিষেবা-রোবট কাজ করেছে, যা ২০২১ সালের তুলনায় ৬৭ শতাংশ বেশি। আর, ২০২৩ সালে গোটা দক্ষিণ কোরিয়ায় পরিষেবা-শিল্পে ব্যবহৃত রোবটের ৭০ শতাংশই এসেছে চীন থেকে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)