নেপালের নতুন প্রধানমন্ত্রী প্রতিনিধি পরিষদের ভোট পেয়েছেন
2024-07-22 11:39:53

জুলাই ২২: গতকাল (রোববার) নেপালের নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী খগড় প্রসাদ শর্মা অলি দেশের প্রতিনিধি পরিষদের আস্থা ভোট পেয়েছেন।

নেপালের প্রতিনিধি পরিষদের স্পিকার দেব রাজ ঘিমিরে ঘোষণা করেন যে, প্রতিনিধি পরিষদের ২৭৫টি আসনের মধ্যে মোট ১৮৮টি পক্ষ ভোট পেয়েছেন অলি।

এদিন আস্থা ভোট দেওয়ার আগে পয়লা জুলাই নেপাল কংগ্রেস পার্টির সঙ্গে পৌঁছানো ৭টি পরামর্শ চুক্তি প্রকাশ করেন অলি। এ চুক্তি অনুসারে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দু’বছর দায়িত্ব পালন করার পর এ পদ নেপালের কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবাকে হস্তান্তর করবেন এবং তাঁর কার্যমেয়াদ ২০২৭ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত।

নেপাল কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠনের মতৈক্যে পৌঁছানোর পর অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের সরকার থেকে পদত্যাগ করে। এভাবে প্রচণ্ড সরকারের পতন হয়।

১৫ জুলাই নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন অলি। নেপালের সংবিধান অনুসারে ৩০ দিনের মধ্যে প্রতিনিধি পরিষদের আস্থা ভোট অর্জন করতে হবে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)