সুদান ও ইরানের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: সুদান সার্বভৌমত্ব পরিষদ
2024-07-22 11:39:03

জুলাই ২২: গতকাল (রোববার) সুদানের সার্বভৌমত্ব পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, সুদানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান শাহ হোসেনকে স্বাগত জানিয়েছে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে।

এদিন সুদানের পূর্বাঞ্চলের সুদান বন্দরে ইরানের নতুন রাষ্ট্রদূত হোসেনের পরিচয়পত্র গ্রহণ করেছেন সুদান সার্বভৌমত্ব পরিষদের চেয়ারম্যান ও সেনাবাহিনীর সেনাপ্রধান বুরহান। হোসেন বিবৃতিতে বলেন, পরস্পরের দেশে রাষ্ট্রদূত পাঠানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হল সুদান ও ইরানের মতৈক্য।

এদিন সুদান বন্দরে ইরানে নিযুক্ত সুদানের নতুন রাষ্ট্রদূত আবুদুল্লাজিজ হাসান সালিহকে বিদায় দেন বুরহান।

২০১৬ সালে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং সুদানসহ কয়েকটি দেশও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ২০২৩ সালের ৯ অক্টোবর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করার ঘোষণা দেয় সুদান।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)