লাওস-থাইল্যান্ড রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
2024-07-21 17:31:25


জুলাই ২১: লাওস-থাইল্যান্ড রেলপথে যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক চলাচল শুরু হয়েছে। গতকাল (শনিবার)  লাওসের ভিয়েনতিয়ানের কানসাওয়া স্টেশনে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাওসের গণ-প্রকল্প ও পরিবহন উপমন্ত্রী সাই সং কান এবং থাই পরিবহন উপমন্ত্রী সুরপংসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

লাওসের গণ-প্রকল্প ও পরিবহন মন্ত্রণালয়ের রেল বিভাগের উপ-পরিচালক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, লাও-থাই আন্তঃদেশীয় রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায়, দু’দেশের জনগণ উপকৃত হবে; দু’দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ও পর্যটন-যোগাযোগ বাড়বে।

এর আগে, গত ১৯ জুলাই এই আন্তঃদেশীয় রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেনটি স্থানীয় সময় রাত ৯টা ২৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক আফিওয়া কেন্দ্রীয় রেলস্টেশন থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় ২০ জুলাই সকাল ৯টা ৩৫ মিনিটে লাওসের ভিয়েনতিয়ানের কানসাওয়া স্টেশনে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি সময় নিয়েছে প্রায় ১২ ঘন্টা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)