বিদেশী গণমাধ্যমে সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন
2024-07-21 17:32:52

জুলাই ২১: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের খবরাখবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এ সব গণমাধ্যম চীনের উন্নয়নের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্যও করেছে।

জিম্বাবুয়ে টাইমস বলেছে, তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের মধ্য দিয়ে চীনে সংস্কার গভীরতর হবে এবং উন্মুক্তকরণের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। অধিবেশনে চীনের পরবর্তী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের আধুনিকায়ন প্রক্রিয়ায়ও এ অধিবেশনের ইতিবাচক প্রভাব দেখা যাবে। চীনা বৈশ্বিষ্ট্যময় আধুনিকায়ন পশ্চিমা স্টাইলের আধুনিকায়ন থেকে ভিন্ন। চীন প্রমাণ করেছে যে, বিভিন্ন দেশের নিজস্ব উন্নয়ন-পথ থাকতে পারে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে।

‘পাকিস্তান টুডে’ পত্রিকা লিখেছে, তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে তিন শতাধিক সংস্কারসংশ্লিষ্ট প্রস্তাব করা হয়েছে। সংস্কারের বিস্তৃত ও নিয়মতান্ত্রিক উন্নয়নের ওপর অধিবেশনে জোর দেওয়া হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)